রাত বাড়লে আয়না হয় পুরানো দিনগুলো,
হয়তো তোমার মনে নেই আজ পূর্ণিমা ছিলও ।


#
এমনি করেই মেঘের খোঁপায়
গোঁজা থাক বাতাসার মতো চাঁদ ।
জ্যোৎস্না এসে জানালায় ছুঁয়ে
বদলে দিক ক্লান্ত জীবনের স্বাদ ।

#
প্রতিটি শিশুর কাছে
মন ভালো করার ওষুধ আছে।


#
তোমার নিরুত্তরতা
প্রকট করে আমার নিঃসঙ্গতা।


#


শুধুই ডেকে যাবো ? আমি তো আর যন্ত্র না ।
এ চোখেও জল নামে, এ বুকেও বাড়ে যন্ত্রণা ।