বেলাভূমিতে চিৎ হয়ে শুয়ে থাকা
কালো নৌকার মতো রাত্রি ।
ছাল-বাকলহীন আকাশ ।
সাবুর দানার মতো ছোটো ছোটো তারা ।
প্রথম বন্ধনীর মতো একফালি চাঁদ ।
এসবের ভেতর খুঁজিনা আর তোমাকে ।
খুঁজিনা― শীতের ডানা থেকে খসে পড়া
কুয়াশার পালকের ভেতর ।  কিংবা
বাতাসের বুকে মাথা রেখে জেগে
থাকা ছাতিম ফুলের ঘ্রাণের ভেতর ।


আসলে আমি তো এই সমস্ত কিছুকেই
'তুমি' করে নিয়েছি, যেদিন তুমি ঝুঁকে পড়া
ধানশীষের মতো লজ্জায় মাথা নিচু করে
শিশির সিক্ত শান্ত সকালের মতো বললে―
ভালোবাসি তোমায় । ভালোবাসি তোমায় ।