চোখের কোণে বৃষ্টির বসত বাড়ি
বুকের নিচে বিক্ষিপ্ত বিষণ্নতার বাস,
তবুও তো বুনতে হয় ভালোবাসার বীজ
রাখতে হয় নিজের উপর দৃঢ় বিশ্বাস ।


সবার জীবনে সমস্যা থাকে, থাকবেও
আকাশের মেঘের মতো চিরদিন,
তবু মনে রেখো― বৃষ্টি থামার শেষেই
আসে কিন্তু একটা রোদ ঝলমলে দিন।


কষ্ট পেলেই এলোমেলো ভাবনা জাগে
নিজেকে শেষ করার ইচ্ছেরা হয় প্রবল,
পারলে একটু ধৈর্য নিয়েই ধরে থাকো হাল
তুমিও হবে সুখের দ্বীপে পৌঁছতে সফল।


ভুল বোঝাবুঝি মনের দূরত্ব বাড়ায়
অবহেলা জাগায় মনখারাপের নিম্নচাপ,
তবুও তো আগুন বিছানো পথ মাড়িয়ে
ফোটাতে হয় দু'ঠোঁটে হাসির গোলাপ ।