ভাতের থালায় অভাব নাচে    
প্রিয় মানুষ ফেরেনি ঘরে ।    


মোঘল-পাঠান ঘোড়া ছুটায়
আজও ওদের জমির উপরে।    


চোখের ভেতর  স্বপ্ন শুকায়    
চারিপাশে দখলদারির রাজ।  


শান্তির কোকিলকে মেরে খাচ্ছে            
শকুন-চিল-বাজ ।  

কাস্তে হাতে গিয়েছিল সে
বুকে ঢুকলো বুলেট ।  


ভাতের থালায় অভাব নাচে  
সঙ্গে আরও ভুখা চার পেট ।