তোর আমার অভিমানের বীজ আজ পরিণত হয়েছে বৃক্ষে,  
দুটো বছর তো হয়েই গেলো; আয় না এবার হই এক পক্ষে।


অনেক স্মৃতি ভাসছে চোখে; রয়েছে জমে অনেক কথা,
বন্ধুত্বের সব রঙ দিয়ে আবার না হয় রাঙাব হৃদয়ের পাতা।


মানছি আমি জেদ করেছি, ফোন করিনি তাই তোরে এতদিন,
তবে একবার তুই ফোন করবি; সে অপেক্ষা করেছি প্রতিদিন।  

শেষ ফোনটা বোধ হয় আমিই করেছিলাম; শুরুটা কর তুই ,
আমার যে কোনো ভুলের জন্য ক্ষমা-প্রার্থী তোর কাছে শুধুই ।


মনের ভেতর এখন ঘন আঁধার; দরকার তোরই পূর্ণিমা আলো,
অনেক বন্ধুর মতো তোকেও এখনো অনেক খানি বাসি ভালো।


    
                      ********