কী
পেলে
বলো তো
আজ তুমি
এ হৃদয়কে
করে মরুভূমি ?
এ নয়নে জাগিয়ে
নীরব কান্নার ঊর্মি?
আমিও তো চেয়েছিলাম
তোমায় ভালবাসতে; আর
বুকের ভেতর সব সাজানো
সুখের স্বপ্ন গুলোকে সত্যি করে
জীবনের - অন্তিম সীমান্ত অবধি
হেঁটে যেতে। অথচ আজ সব আলেয়া।
চারিপাশে খাঁ খাঁ রোদ। নেই একটু ছায়া ।


*******('অবরোহী পঞ্চদশ')*******