তোমায় চেয়েছিলাম
ক্যারামের লাল ঘুঁটিটার মতো !
চেয়েছিলাম দু- ছক্কা পাঞ্জার আনন্দ নিয়ে
একসাথে প্রেমের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে
পৌঁছে যেতে স্বপ্নের শিখরে ।
এক নিঃশ্বাসে এই বুকে বেলুনের মতো
ভরে নিতে পৃথ্বীর সব সুখ ।


অথচ দ্যাখো !
কলাগাছে উঠা প্রতিযোগিতার মতো
আজ আমার চলার পথ বড়ই পিছল ।
তীরখেলার মতো এক এক করে
শত অভিযোগ এ বুকে ছুঁড়ে-
তুমি কলব্রিজের হার্টসের টেক্কা হয়ে
উঠলে এক অচেনা হাতে।


আর আমি একটু একটু করে
পৌঁছে যাচ্ছি গল্‌ফ-এর বলের মতো
অজানা গর্তে...