তোমার স্মৃতিরাই আজ আমার
নিঃসঙ্গতার হৃৎপিণ্ড ।
যারা প্রতিটি স্পন্দনে আমি আজও
অহর্নিশ খুঁজে বেড়াই ভালোবাসার কণা।
খুঁজে বেড়াই তোমার অপ্রত্যাশিত
ক্ষোভের উৎস মুখ।


কি পেলে বলো তো !
এ দু'চোখে বহু বছর আগে
ঘুমিয়ে যাওয়া ঘুমন্ত ঝর্ণাদের জীবন্ত করে ?
এ বুকের ভেতর সাজানো সুখের
উদ্যানটাকে তছনছ করে ? কিংবা
তোমাকে জড়িয়ে ধরে বাঁচতে চাওয়া
সবুজ ইচ্ছের লতা গুলোকে
টেনে ছিঁড়ে ফেলে?


সম্পর্কের বুকে দূরত্বের ইতিহাস
কে বা চায় বলো ?
আমি তো চাইনি কোনও দিন !
তুমিও চাইতে না !
তবু কেনও
একটা ভুল বোঝাবুঝির
গনগনে আগুন জ্বলে উঠলো ?
পুড়ে যেতে লাগলো আশা-ভরসা
আর স্বপ্নের ছোটো ছোটো গ্রামগুলো।
যন্ত্রণায় ছটফট করতে লাগলো
প্রত্যয়ের পাখিগুলো ।


পারলে একটি বার বৃষ্টি হয়ে
ফিরে এসো অভিমানী ।
এ আগুন নিভাতে চাই
আমি এ আগুন নিভাতে চাই ।