অনেক দিন পর ছেলেকে কাছে পাওয়া
বৃদ্ধাশ্রমের বৃদ্ধাটার মতো মাঝে মাঝে
তোমায় জড়িয়ে ধরে
খুব কাঁদতে ইচ্ছে করে!
খুব কাঁদতে ইচ্ছে করে অভিমানী ।


তোমায় দেখাতে ইচ্ছে করে
ডানা ভাঙ্গা পাখির মতো
আমি কতটা আহত অসহায় ।  
অসহনীয় যন্ত্রণার আঁচে ঝলসে যাওয়া
বেগুন পোড়ার মতো এ হৃদয়ে কতটা
দগদগে ক্ষত নিয়ে
আজ আমার দিন গুজরান।

কিংবা তোমায় শোনাতে ইচ্ছে করে  
পরিস্থিতির পিছল পথে বারে বারে
ভেঙ্গে যাওয়া এ পাঁজরের কান্না ।  
বুকের খাঁজে খাঁজে জমাট বাঁধা
আঁধারের কামড়ের শব্দ ।    


অথচ আমি ঝড়ে ডাল ভেঙ্গে যাওয়া
গাছে মতো কিছুই বলতে পারিনা!
কিছুই না !
হৃদয়ে হতাশার হিমালয় আড়াল করে  
তোমার সামনে গোলাপের মতো
মেলে ধরি খুশির পাপড়ি।
মেলে ধরি বসন্তের রঙিন পেখম ।
কখনো বা
তোমার অভিমানের অভিধান ঘেঁটে
সাজিয়ে যাই ভালোবাসার শব্দমালা।