কড়িকাঠে সদ্য ফোটা চড়ুই-এর  
ছানা গুলোকে দেখার মতো তোমাকেও
আজ বারে বারে দেখতে ইচ্ছে করছে।  
দেখতে ইচ্ছে করছে তোমার ঠোঁটের উপর
কুরো নারিকেলের হাসি ।
তোমার কপাল জুড়ে উদিত সূর্যের খুশি ।
কিংবা
তোমার চোখের উদ্যানে মেলে ধরা  
তোমারই সাতরঙা প্রেমের পেখম আর
বুকের উপর ফোটা নৈসর্গিক
সুখের কদম।


কী লাভ বলো তো ?
ভুল বোঝাবুঝির পাহাড়ের উপর
অভিমানের পতাকা পুঁতে ?
সম্পর্কের সাঁকোর উপর কাঁচ বিছিয়ে রেখে ?  


ফিরে এসো !
তুমি ফিরে এসো অভিমানী দক্ষিণ জানালায়
দখিন হাওয়ার মতো।


আমি যে তোমার হাতের উপর হাত রেখে
বিশ্বাসের গাছ পুঁতে পুঁতে গড়তে চাই
ভালোবাসার অরণ্য। উড়াতে চাই
শত শত সুখের পাখি।