তোমার অকৈতব প্রেমের পরাগধানী ছুঁয়ে
আমি গড়তে চেয়েছিলাম একটা
স্বপ্নের রাজধানী। গাঁথতে চেয়েছিলাম-
আশা ভরসা ও বিশ্বাসের ইট-পাথর দিয়ে  
সব থেকে উঁচু ভালোবাসার ইমারত।
লিখতে চেয়েছিলাম সে ইমারতের গায়ে
শুধু তোমারই নাম লাল অক্ষরে ।

অথচ দ্যাখো
আজ চারিপাশ ধ্বংসস্তূপ ।  
পোড়া গাছ , হেলে পড়া বাড়ি।
ধোঁয়াটে আকাশ , ছাই ভরতি রাস্তা ।
উল্টে যাওয়া কচ্ছপের মতো সবকিছু
ওলট-পালট।  


আমি দাঁড়িয়ে আছি জলস্তর নেমে যাওয়া  
গ্রীষ্মকালের টিউয়েলের মতো
নিঃসঙ্গ। একা ।
দাঁড়িয়ে আছি সবার বিরক্তি
অবহেলা ও বঞ্চনা মাথায় নিয়ে ।


তবু দুটি চোখের কার্নিশে বসে আছে
কিছু আশার পায়রা।
তুমি ফিরে আসবে ঋতুমতী বর্ষা হয়ে ।
আমি আবারও অঙ্কুরিত করব  
ভালোবাসার জলে স্বপ্নের বীজ.....