অর্জুন, পেয়ারা গাছের মতো  
তুমি খুলে ফেলে দিয়েছ আমার সব
স্পর্শতার বাকল । মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছ
মশলা মুড়ির ঠোঙার মতো অনায়াসে
আমার ইচ্ছে গুলোকে রেললাইনের উপর ।  
রেখেছ সরলবর্গীয় গাছের পাতার মতো  
তোমার সূচলো শত অভিযোগ; আমার
ভালোবাসার মুখোমুখি।  


জানিনা কেন তোমার এ ঋতুবদল  
জানিনা কেন এ রঙ বদল
কেনই বা জ্বালিয়ে দেওয়া বুকের অরণ্যে  
এ যন্ত্রণার দাবানল?  


আজ আমি সম্পর্কের রাস্তায় হাঁটু মুড়ে
সমাধান খুঁজি,  
খুঁজি ভালবাসার মাটিতে ভুলের অঙ্কুর ।
খুঁজে পাই না !
কিছুই খুঁজে পাই না !


শুধু দেখতে পাই
আমি আমার ভেতরের সব কিছুই
নিলাম করে দিয়েছি ভালোবাসার কাছে ...