তুমি চলে যাওয়ার পর
বুকের ভেতর স্বপ্নের মন্দিরটা
এখন ভগ্ন, নোনা ধরা। পলেস্তারা উঠে
বেরিয়ে পড়েছে ইটের পাঁজর।
তারই খাঁজে খাঁজে ব্যথার বট শিকড় চালিয়ে
বাড়ছে অনায়াসে। দু একটা হতাশার পেঁচা
আশ্রয়ও নিয়েছে কোটরে ।
চারিপাশ ঢেকে ফেলেছে বেদনার বন-বাদাড়।  
অথচ একদিন
এখানেই প্রদীপ জ্বলত। ঝাঁট পড়ত ।
বাজত সুখের শঙ্খ। খুশির ঘণ্টা।
ভিড় করত শত শত ইচ্ছেরা পূর্ণার্থী হয়ে ।    


আজ আর মন্দিরটা দীপাবলির মতো
আলোয় সেজে উঠে না ।
সিঁড়িতে জ্বলে না প্রদীপ। সেজে ওঠে না
ফুলে ফুলে বসন্ত রঙে রঙিন হয়ে ।  


তবে এখনো নীরবে পুজো  হয়।    
কিছু অপেক্ষার কাছে তুমি আজও আছো  
একটা অস্তিত্বের দেবী হয়ে ......