একদিন তোমারই মসৃণ স্পর্শতায়  
ভালোবাসার তাজমহল গড়ে উঠত হৃদয় জুড়ে।
উষ্ণতার মিছিল হেঁটে যেত শিরায় শিরায়  
ধমনীর রাজপথে পথে ।  
বুকের বাম অলিন্দ থেকে ডান অলিন্দে
খেলে যেত দক্ষিণা বাতাসের শিশুরা।
আর মনে জমাট বাঁধা
ব্যথার হিমালয় চূড়া টপকে  
বেরিয়ে আসত একটা ভালোলাগার কাঁচা রোদ ।
তখন ইচ্ছেরাও মেলে দিত সেই খুশিতে
বর্ণালী পেখম অচিন মাদকতায়।

সম্পর্করা আজ চুম্বকত্ব হারিয়েছে।
দৃষ্টির কম্পাসও হারিয়েছে দিক নির্ণয় ।
ঢাকা পড়েছে মিঠে অনুভূতির শাদ্বল-ভূমি
ভুল বোঝাবুঝির কংক্রিটে ।
ঝুলে আছে স্বপ্নরা একটা বিষণ্ণতার
ঊর্ণনাভজালে আটকে পড়া ফড়িং-এর মতো।  


তবে তোমার কপালের কাটা দাগটার মতো
যখন একফালি চাঁদ ওঠে আকাশে;
তখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে। আর
বলতে ইচ্ছে করে -
একটি বার ফিরে এসো ! ফিরে এসো !
শীতে নারিকেল তেলের মতো জমাট বাঁধা
তোমার সব অভিমান; আমি গলিয়ে দিতে চাই
আবারও ভালবাসার উষ্ণতায়।