আলোকোজ্জ্বল অনুভূতিরা আজ অপস্রিয়মাণ।
স্বপ্নরা হাতকড়া পরে বসে আছে
দৌর্মনস্যের কারাগারে।  
বুকের বাগানে সুখের ফুল বৃন্তচ্যুত ।
ধসে যাওয়া সড়কের মতো  
হঠাৎ যেন এক বিপর্যয় নামালে
তুমি এ জীবনের চাতালে।
আর কেন জানিনা উড়ালে
অনুরাগের আকাশে অবিশ্বাসের চিল।
পুঁতলে খুশির মাটিতে সন্দিহানের বীজ।
পোড়ালে ছোট ছোট আশাদের মধুভর্তি চাক।  


তবু অপর্যুসিত স্মৃতির মাঝে চলে
তোমারই অন্বেষণ,
অনুসন্ধিৎসার পরিক্রমায় ঘুরতে থাকা
এ মন এখনো তবুও অপরাঙ্মুখ।  
সম্পর্কের লাটাই-এ বাঁধতে ভালবাসার ঘুড়ি।