আর কি !  
তোমার স্মৃতি চূর্ণ করে
আজ বানাচ্ছি জোনাকি।    
        
ভাল্লাগে না আর! ধুর!    
তুমি কোথায়? অপেক্ষায় যে
অনুরাগের অঙ্কুর।    

কাছে আসবে কবে?  
অভিমানের যত আবির  
উড়িয়ে দিও এ বসন্ত উৎসবে।  


দেখতে ইচ্ছে করছে খুব!    
চলে এসো প্রেম পুকুরে
পানকৌড়ির মতো দেব ডুব।

আর হবে না বৃথা তর্ক !
কথা দিলাম- শিরায় শিরায়
ভরে দেবো আদরেরই অর্ক।  


      ****D****