মনের ভেতর আজ ক্লান্তির কুয়াশা
চোখের উপর স্মৃতিরা ফেলছে তাবু,
জানি এ রাতেও চাঁদ হবে তুমি
আমি স্বপ্নেরই জাল বুনে যাব তবু।


উটেদের কুঁজ জলের সঞ্চয় জানে
মরুভুমি জানে ধু ধু নিঃসঙ্গতা,  
তুমি কি শুধুই অভিমানের ফসল
ফলাবে; নীরবে দেবে কি ব্যথা ?


বুকের বেলুন ফুলতে চায় পরশে
খুলতে চায় পরান প্রেমের পঞ্জিকা,  
তুলসী তলার আজ শুভ শঙ্খ ডাকে
তুমি জ্বেলে দিতে এসো দীপশিখা।  

সব ভুলের ফুল তো মাশুল গুনেছে
সম্পর্কের পাতা হোক না আবার সবুজ।
মন কষাকষি মিশুক মাটির বুকে  
ভাঙুক সন্দেহেরই ত্রিকোণ ত্রিভুজ ।  

হাত বাড়ালেই বিশুদ্ধ বিশ্বাস বাঁচে
ভালোবাসারই আঁচে যন্ত্রণা পুড়ে ছাই,
এসো না পেরিয়ে যাই; হাতে হাত রেখে  
জীবনের যত চড়াই ও উতরাই ।


        
          *******a******