বুকের ভেতর বোরখা পরা আকাশ ।
চোখের নীচে চিতিয়ে পড়া নেভা প্রদীপের
সলতের মতো মুখ পোড়া কিছু আশা ।
আর প্রাণ জুড়ে জমাট বাঁধা গুঁড়ো কাঁচের স্তূপ ।
তবুও তো একটু আগুন চাই
তবুও তো একটু ফাগুন চাই
চাই বরফ ঢাকা নদীর মতো একটা
হরিণ চঞ্চল স্রোত ।


জানি তোমার কাছে ভালোবাসা-টালোবাসার
মূল্য নেই খুব একটা । অচল আধুলির মতো
সবই অবহেলার ড্রয়ারে বন্দি । ভাঙা মন্দিরের
জানালার মতো নড়বড়ে - ভরসাহীন ।


অথচ আমি তোমার আগুন বিছানো পথেই
স্বপ্নদের আঙুল ধরে; বারে বারে হেঁটে যাই  
জতুগৃহের দিকে ...।