তোমার আমার সম্পর্কটা চাউমিনের মতো
এতোটা প্যাঁচানো এতোটা জটিল হোক
কখনো চাইনি । চাইনি আমাদের স্বপ্নরা -
ফুটন্ত পাত্রে ডিম সেদ্ধর মতো
মারা যাক নিঃশব্দে !


আমিও তো চেয়েছিলাম -
আমাদের স্বপ্নরা পাখি হোক ।
ডানা মেলুক ।
পরিপূর্ণতার আকাশে পেলব রোদ্দুর মেখে
শোনাক প্রেমের সম্মোহনী সপ্তসুর ।


আমিও তো চেয়েছিলাম -
আমাদের আশারা পূর্ণিমার চাঁদ হোক ।
আলো ছড়াক।
লিখুক অমসৃণ আঁধারের পিঠে
উজ্জ্বল সুখের কালিতে বিশ্বাসের গল্প ।


আর আমাদের ভালোবাসারা
হোক এক একটা গাছের মতো ।
সব কিছু সামলে নিয়ে সে ফোটাবে
খুশির ফুল শান্তির ফল ,
সবুজ পাতায় পাতায় জমাবে
রোদে বৃষ্টি আর প্রজাপতিদের গান ।


অথচ আজ জীবন জুড়ে
সাম্রাজ্য বিস্তার করেছে দূরত্ব!!
তুমি আমি দুটি কূল হয়ে দাঁড়িয়ে আছি,
মাঝে বয়ে যাচ্ছে
শুধু একটা ভুল বোঝাবুঝির নদী...