উকিলবাবুর কোটের মতো অন্ধকার ।
মাছের চোখের মতো নীরবতা।
ডিম চুরি হয়ে যাওয়া মা পাখির মতো বেদনা
কিংবা বাসের কন্টাক্টর ও যাত্রীর
খুচরো বিবাদের মতো অস্বস্তি ।


এ সব কি চেয়েছিলাম বলো ?
চেয়েছিলাম কি আমাদের দেদীপ্যমান
সবুজ সুখের বৃত্তে ?


আজ তুমি তোমারই গড়া বৃত্ত ভেঙে
পা রেখেছ মসৃণ চতুর্ভুজের চৌকাঠে।


আর আমি অহর্নিশ লড়াই করছি
ভাঙা বৃত্তের ভেতর
হু হু করে ঢুকতে থাকা
এই অন্ধকার এই নীরবতা
এই বেদনা এই অস্বস্তির স্রোত সাথে ।


তবে জেনো
তোমার প্রতি আমার ভালবাসার হিমালয়টাকে
কোনদিনও কামড়ে খেতে পারবে না
এই যন্ত্রণা সমুদ্রের ঢেউ ।