ধ্বংসস্তূপে আজ দাঁড়িয়ে আছি
              চারিদিকে স্বপ্ন পোড়া স্মৃতির ছাই,
বিপন্ন শরীরে হাতড়ে যায় এ মন
              আঁকড়ে ধরার মতো যে কিছু নাই।


ধোঁয়া ধোঁয়া শুধুই ধোঁয়া ভরেছে
               আজ হৃদয়ের সুনীল আকাশ জুড়ে,
এক নিমেষে সব খুশিরা কোথায়
               হারিয়ে গেলো জানিনা কেমন করে।


বুকের ভেতর সুখের নীল নদীটাও
               শুকালো তপ্ত যন্ত্রণার গনগনে আঁচে,
এক মুঠো প্রাণ নিয়ে কোন রকমে
              সুপ্ত বীজের মতো যেন আছি বেঁচে।


এক পশলা বৃষ্টির মতো দিয়ে যাও
             বন্ধু আজ তোমার একটু সান্ত্বনার ত্রাণ,
এই ধ্বংসস্তূপের মাঝেও যেন
            একটু পেতে পারি বাঁচার নতুন আঘ্রাণ।



                 *****