ক)
মিলিয়েছে পথ দূরে একলা একা
দুটি চোখ ঝাপসা হয় আজ বৃষ্টিতে,
বনস্পতির মৃত্যু হয় না কখনো
বেঁচে থাকে লক্ষ বীজের সৃষ্টিতে।


খ)
আকাশ জুড়ে মেঘের মিছিল
বিষণ্নতা মাখে মন,
একটু পরেই বৃষ্টি নামবে ব্যথার
আজ বাইশে শ্রাবণ ।


গ)
একা তরী ভেসে যায় ওই দূরে
বিষাদ জমে নদী বাঁকে বাঁকে,
শত মুখরতায় যায় না যে ঢাকা
কিছু কিছু নিস্তব্ধ শূন্যতাকে ।