সাগরটাকে আজ প্রদীপ করেছি
উদিত সূর্যকে করেছি তারই শিখা,
হাজার বছর দাঁড়িয়ে থাকবো আমি
এ প্রদীপ হাতে তোমারই জন্য একা ।  


আকাশটাকে আজ পুজোর থালা করেছি  
সব চাঁদ তারাদের করেছি পুজোর ফুল,  
'পৃথিবী ঘটের' পাশে বসে থাকবো আমি  
তুমি দেবী হয়ে ক্ষমা করে দিও ভুল।  


সব মেঘদের আজ দু'চোখে ভরেছি  
গায়ে জড়িয়েছি ধূসর মরু চাদর,
লাভার স্রোতে যতই পুড়ুক দু পা আমার    
আমি অপেক্ষা করবো পেতে তোমার আদর।


ঝড় গুলোকেও আজ নিশ্বাস করেছি      
ভেঙে যে দিয়েছি সব পাহাড় প্রাচীর,           ,
ছায়াপথ বেয়ে তোমারই ভালবাসা-  
আসুক ভরিয়ে দিতে হৃদয় মন্দির।  


ভালবাসি আমি; শুধু তোমাকেই
খুব বাসবো ভালো জন্ম-জন্মান্তর,  
শত মৃত্যুর পরেও আমি বাঁধতে রাজি
তোমারই সাথে ভালবাসারই ঘর।


           **********