প্যাঁচার প্রসহ চোখ এড়িয়ে যাওয়া
মেঠো ইঁদুরের মতো মাঝে মাঝে রেলওয়ে
টিটিদের থেকে লুকিয়ে পালাই ।
দশটা টাকা বাঁচানোর জন্য বিনা টিকিটেই
ট্রেনে উঠি । কখনো বা এক লাফে
উঠি বাসের ছাদে । কন্টাক্টরবাবু গন্তব্য  
ভাড়ার থেকে পাঁচ টাকা কম নেবে বলে ।
আবার কখনো বা
ট্রেকার-ভ্যান এ সব এড়িয়ে
দু-চার কিলোমিটার অনায়াসে হেঁটে
কিছু পয়সা বাঁচিয়ে যখন বাড়ি ফিরি,
মা বলেন -
আজ রেশনে চাল দিচ্ছে; ধরে নিয়ে এসো ।  


            ঠিক তখনই
রেশন দোকানে অ্যানাকোন্ডার মতো দীর্ঘ
লাইনে দাঁড়িয়ে; চিৎকার করে বলতে ইচ্ছে করে-  
   '' আমাদের দু-টাকার চাল চাই না !!
পারলে দু টাকা উপার্জনের ক্ষেত্র প্রস্তুত করে দিন।''