বেকারত্বের বাঠামে পেরেকের মতো
পোঁতা হয়ে আছি দীর্ঘকাল। কাঁধের উপর
ঝুলছে আজ শত হতাশার ঝোলা ।
ভাইয়ের দিতে না পারা সেশন ফি !  
বোনের টিউশন ফি!    
ইলেকট্রিক বিল। ওষুধ কেনার খরচ ।
তার উপর ও দিকে প্রেমিকাকে দেখতে আসছে
নতুন কোনও ছেলে ।
এক বোবা আর্তনাদ ঝরে পড়ে
শিরার অলিগলি থেকে ধমনীর রাজপথে,
ছটফট করি জবাই মুরগির মতো
নিজেই নিজের ভেতর ।  

কিন্তু পরক্ষণে যখন দূর থেকে এক
রাজনৈতিক বক্তব্য মাইকে ভেসে আসে-
'শিল্প হবে! হ্যাঁ হ্যাঁ শিল্প হবে
কাজ পাবে এবার সব শিক্ষিতরা '
তখন আঙুলের ডগায় গণতন্ত্র  
যেন ভোরের শিশিরের মতো হেসে ওঠে ।
ওদের বক্তব্যের বিশ্বাসের সাথে
অধিকার প্রয়োগের বাসর গড়ে তোলে আঙুল ।  


অতঃপর  
সব ভুল । সব ঠক ।  
আবারও প্রতারিত হওয়া মুখোশের ভিড়ে ।  
নতুন কারখানায় চক্ষুদান হয় না !
বরং তালা মেরে  আরও বেশি করে চলছে
কারখানা গুলোকে অন্ধ করে দেওয়া ।
      বন্ধ করে দেওয়া ।


           **************