শত রক্ত দিয়ে তোমায় পেলাম  
নিকানো উঠোন হলো শুদ্ধ,
জগৎ জুড়ে তাই তোমারই আলো  
তবু শেষ হয়নি আজও যুদ্ধ।


এসেছে একুশ পরালো সবাই
আবারো তোমায় নতুন ভূষণ,
তবু তুমি হায়! কাঁদছো আড়ালে  
বেড়ে যাচ্ছে বলে ভাষার দূষণ।


জাতীয় সংসদ থেকে বেতার  
খবরের কাগজ থেকে টেলিভিশন,  
গতিধারা আজ হারাচ্ছে তোমার  
হচ্ছে লাল নীল শব্দের মিশ্রণ।


তোমারই জলে অন্য শব্দরা খেলে
যে যাকে পারছে করছে গ্রহণ,
তবু তুমি হায়! কাঁদছো আড়ালে  
আছড়ে পড়ছে বিকৃত উচ্চারণ।


স্বতন্ত্রতা আজ নিচু করছে মাথা
উঁচু হচ্ছে যেন মিশেলের মিনার,
সু-ভাষাই মানুষের তো শ্রেষ্ঠ সম্পদ
ভাষারও তাই সুস্থতার দরকার।    


সচেতনতার মাটি ঊষর হয়েছে
উর্বর হৃদয় হয়েছে আজ ভঙ্গুর,  
তবু আশাবাদী ভাষার দূষণ রুখতে
ঠিকই ফুটবে সুচেতনার অঙ্কুর ।