তিনি চেয়েছিলেন সমতা আনতে
সমন্বয় গড়ে তুলতে ।
মানুষকে ভালবাসতে।  
কখনো অন্যায়ের শিরদাঁড়ায়
প্রতিবাদের কোপ বসাতে ।
আজ তাই
তার ঘরের সামনে চামচিকার মতো
চক্কর কাটে আট -দশটা বাইক ।
আসে হুমকির চিঠি । কখনো বা
দু-একটা বোমা পড়ে উঠনে ।


আসলে
যে গাছ যত বেশি ভেষজগুণ সম্পন্ন  
তাকে তত বেশি আঘাত সয়ে
দাঁড়িয়ে থাকতে হয় ইলেক্ট্রিক খুঁটির মতো সোজা। একা ।