মনের ভেতর মনখারাপের নিম্নচাপ
আজ বিদায়ের সেতার বাজে বুকে,
সবার সাথে কাটানো মুহূর্তগুলোই
মুক্তোর মতো উজ্জ্বল থাক হৃদয় ঝিনুকে।


জানিনা কে কাকে কতটা চিনেছি ঠিক
কিংবা কে কার কতটা এসেছি সন্নিকটে,
বুকের উপর তবু ফেলছি বিশ্বাসের তাঁবু
ক্ষমা করে দিও যদি অজান্তে ভুল কিছু ঘটে।


তোমাদের কাছেই পেয়েছি অনাবিল খুশি
পেয়েছি অফুরন্ত ভালোবাসা, আদর,
তারই আলো-উত্তাপে পাড়ি দেব পথ
সরিয়ে নেব সকল প্রতিবন্ধকতার পাথর ।


জীবন মানেই তো― এক বন্দর থেকে
পাড়ি দেওয়া নতুন কোনও এক বন্দরে,
তবু সচল থাক পারস্পরিক যোগাযোগ
মিশে থাক সবাই সবার আলোকিত অন্তরে।


চোখে কোণে আজ ব্যথার বাষ্প জমে
স্মৃতিরা মজুত হয় হৃদয়ের হিমঘরে,
বিদায় তো আসলে একটা সময়ের মেয়াদ
বন্ধুত্ব চিরদিন বেঁচে থাক রোদ-বৃষ্টি-ঝড়ে ।