বুলেট বিদ্ধ সন্তানের বুকের রক্ত
এখনো লেগে আছে মায়ের আঁচলে।
এমন দিনে কেমন করে করব বরণ
দুটি চোখ সিক্ত নীরব অশ্রু জলে।


ঘরছাড়া কাজহারা কত মানুষ আজ
চারিপাশে প্রতারণা । ষড়যন্ত্র । ফাঁদ।
এমন দিনে কেমন করে করব বরণ
বুকে জমাট বেহিসেবি গুমোট বিষাদ।


হারিয়েছে জীবন বাঁচার আশা ভরসা
দুয়ারে অভাব ঝাপটাচ্ছে তার ডানা।
দাবানলে পুড়তে থাকা গাছের মতো
সবার প্রাণে শুধুই একটু বৃষ্টির প্রার্থনা ।


সম্প্রীতির শরীরে সন্ত্রাসেরই আঁচড়
ধর্মান্ধতা করছে মানুষের ফারাক।
এমন দিনে কেমন করে করব বরণ
পারলে একটু শান্তি দিও বৈশাখ।