ওরা এক মুঠো চাল খুরিয়ে দিলো
আর আমরা পায়রার মতো খুটে নিচ্ছি তা ।


ওরা এক টুকরো মাংস ছুঁড়ে দিলো
আর আমরা কুকুরের মতো লুফে নিচ্ছি তা ।


ওরা একটা দুটো লজেন্স ফেলে দিলো  
আর আমরা আনন্দে কুড়িয়ে নিয়ে  চুষছি তা ।


ক'দিন পর ওরা ওদের বিষ্ঠা ছুঁড়ে দেবে !
আমরা তাও কুড়িয়ে নেব । হাততালি দেব ।
মাখামাখি করব । মিচকি মিচকি হাসবও ।  


কেননা,আমরা আমাদের সব বোধ-বুদ্ধি-বিবেক  
বেঁধে  রেখেছি ওদের জুতোর ফিতের গিঁটে।
বেঁচে আছি ওদের মুখাপেক্ষী হয়ে ।
তাই কিচ্ছুটি বলব না!
কিচ্ছুটি না !
যতই  ঢুকুক যোনি পথে লালসার শিং ।
যতই পুড়ে যাক অ্যাসিডে কিশোরীর মুখ স্তন।
যতই বুকে বুলেট বৃষ্টি নিয়ে ঘুমাক শিশুরা।  

নিজেদের বিষ দাঁতের সাথে বোঝাপড়া করেছি
ফণা না তোলার । ছোবল না মারার।