লাউডাঁটার মতো গণতন্ত্রকে চিবিয়ে চুষে
তোমরা ছুঁড়ে দিচ্ছ ছিবড়ে


অধিকারকে মাংসের মতো ছিঁড়ে খেয়ে
তোমরা ছুঁড়ে দিচ্ছ হাড়


মূল্যবোধকে মাছের মতো ভেজে খেয়ে
কখনো বা ছুঁড়ে দিচ্ছ কাঁটা


তবে এই উচ্ছিষ্ট কুড়িয়ে বেঁচে থাকা জীবন
ক্রীতদাসের মতো চিরদিন বন্দি থাকবে
বঞ্চনার কারাগারে ভেবো না ।


সে শিখছে সে শিখছে
ছিবড়ায় আগুন জ্বালিয়ে
হাড়কে হাতিয়ার করে
কাঁটার মতো তোমাদের বুকে বিঁধে
বুঝে নিতে তার সমস্ত প্রাপ্য ।


✍️৩০.০৫.২০২০