পেটে দুটো দেওয়ার মতো চাল নেই
মাথা গোঁজার মতো  চালা নেই
গলা ভেজানোর মতো জল নেই
জোনাকির মতো ক্ষীণ আলোও নেই
বুকের মাঝে তবু ঝড় লুকিয়ে
চোখের কোণে বৃষ্টি মুছে
অসহ্য খিদের দাপট সামলে


দুর্নীতির কামড়ে ক্ষত-বিক্ষত হয়ে
কালো ত্রিপলের নিচে পেটে গামছা বেঁধে
ঘুমিয়ে পড়েছে ― গণতন্ত্র ।