আকাশের দিকে
উটের মতো মুখ তুলে
হরিণের শিং-এর মতো ডাল-পালা ছড়িয়ে
বৃষ্টির পরশ মাখার স্বপ্নগুলো    
নিরাশার জলে নিমজ্জিত ।
সুখের মাটিতে
শিকড়ের সাম্রাজ্য বিস্তারও  
সংকীর্ণতার শাসনে সীমাবদ্ধ । সীমাবদ্ধ
কঠিন কঠোর যন্ত্রণার আর্তনাদ প্রকাশ ।  

তবুও দারিদ্র্যতার টবে বেড়ে ওঠা
শতশত বনসাই জীবন
আজও ফুল ফোটায়। ফল ধরায় ।    


যে ফলের বীজ    
একদিন টবের বাইরে গিয়ে
মহীরুহ হবে স্বতঃস্ফূর্ততায় ।
এইটুকু বিশ্বাস ।