লাইনের প্রথম লোকটি শ্লোগান দিচ্ছিল -
'আমাদের দাবি মানতে হবে। '
তুমি তার কলার ধরে টানতে টানতে
নিয়ে গিয়ে ঠেলে দিলে আগুনে


দ্বিতীয় লোকটি বলেছিল -
কাজ চাই- কারখানা খোলো।
তুমি তাকে বেদম প্রহারের পর  
লটকে দিলে বট গাছের ডালে  ।


তৃতীয় লোকটি বলেছিল-
খাদ্য  চাই - বাসস্থান চাই ।
তুমি তাকে লাথি মেরে ফেলে দিলে জলে
যে জলে অজস্র কুমির ।


এই রকম চতুর্থ জনকেও কিছু একটা
করার কথা ভেবে তুমি যখন আনন্দ পাচ্ছ
ঠিক তখনই  
তোমার মাথার উপর দল বেঁধে ঐক্যবদ্ধ হয়ে
ঘুরপাক খেতে শুরু করবে  অজস্র ভুখা চিল ।  
যাদের নখ কাস্তের মতো
ঠোঁট শাবলের মতো
বুক পাথরের মতো ...


তোমায় ছিঁড়ে খেতে ...
শুধু তোমায় ছিঁড়ে খেতে ...


যার টের পাবে না তুমি  ।