জিভের উপর আগুন রেখেছি
বুকের নিচে ভিসুভিয়াস,
শিরায় শিরায় বদলা ছোটে
কালবৈশাখীর মতো নিশ্বাস।


দু'চোখে আজ কান্না নেই
ঝরে খাঁ খাঁ গ্রীষ্মের রোদ,  
এতোগুলো অকাল মৃত্যু
সুনামি জাগায় রক্তে, ক্রোধ।


অনেক হলও বোঝাপড়া
অনেক হলও ভ্রাতৃত্ববোধ,
রক্তের বদলে আজ রক্ত চাই
চাই একটা চরম প্রতিশোধ ।


বুলেট বুকে আর কতদিন
শহীদ হবে দেশের জওয়ান ?
এবার একটু শান্তির জন্য
জাগুক যুদ্ধের আহ্বান ।


হঠাৎ করেই ভাঙলো যাঁরা
সৌহার্দ্যের শিরদাঁড়া কাল !
তাদের জন্য― গর্জাক বন্দুক
জ্বলুক প্রতিবাদের মশাল ।


মিসাইলের পর মিসাইল থাক
ধ্বংস হোক সব ঘৃণার ঘাঁটি,
আমিও মৃত্যু আপন করে নেব
শান্তিতে ভরুক দেশের মাটি ।