কাছে যাওয়ার অধিকার নেই
দূর থেকে তাই ভালোবাসি তোকে।
সব চাওয়া তো পায় না পাওয়ার পেখম
শূন্য ঘরে বোঝাই দু’চোখের অশ্রুকে। 


তোর অপেক্ষায় আজও অবসর কাটে 
স্মৃতিরা হাঁটে দীর্ঘশ্বাসের দ্বীপে। 
ফিরবি না জেনেও— এখনো রোজ
আগুন দিই নেভা স্বপ্নের দীপে। 


কত কথা তো জন্মায়, আবার মরেও যায়
পেরোতে পারে না ঠোঁটের চৌকাঠ।
চিন্তরা চাষীর মতো কষ্টের লাঙল টানে
ব্যথার ফসলে ভরে ওঠে নীরবতার মাঠ।


তবু বিশ্বাসের মাঝে বাঁচার আশ্বাস পাই
তোর একটু ভালো থাকার খবর পেলে।
কাছে যাওয়ার তো আর অধিকার নেই
মনপাখি দেয় ভালোবাসার ডানা মেলে।