ও চোখেতে সাগর আছে
আছে হৃদয় হারাবার দ্বীপ,  
চুলেরা আজ অবাধ্য হোক
মেরো না কোনও ক্লিপ।  


ও বুকেতে পাহাড় আছে
গুহা খোঁজে কামনারই সিংহ,
শরীর আজকে দেশলাই কাঠি।
ভালোবাসায় সেও দাহ্য।  

ও ঠোঁটেতে পলাশ ফোটে
ছড়ায় হাসির রেণু তাই  
কোকিল হতে মন চেয়েছে  
শুধু প্রেমের সুরটুকুই চাই ।  


ও হাতেতে উত্তাপ রাখা
রাখা দুঃখ ভোলার বাণী,  
তুমি মানেই তো বসন্ত  
লিখছি তোমায় নিয়ে কাহিনী।  


ও মনেতে বিশ্বাস বাঁচে
বাঁচে শত স্বপ্নের পাখি ,  
এই ফাল্গুন জ্বালায় আগুন    
কেমন করে একা থাকি !



***d***