চাল নেই চুলা নেই, আছে মরুময় ভুখা পেট
পারলে এক মুঠো অন্ন দিও, চাই না চকলেট।


বই কই ? খাতা কই ? কুড়াই তো কাগজ বোতল
বলো না আর কতকাল পর পাবো সুখেরই জল।    


ছেড়া জামা । খালি পা। জীর্ণ কুকুরটাও পিছু হাঁটে
এ ডাস্টবিন ও ডাস্টবিন এমনি করেই দিন কাটে।

ও বাবুরা খিদে পেয়েছে, দেবে গো দু মুঠো মুড়ি
আমরাও তো ফুল হতে চাই; তবু বৃন্তচ্যুত কুঁড়ি।


রোদ বৃষ্টি মাড়িয়ে চলি; শিকড়ের মত খুঁজছি রস
বলতে পারো আমরা কেনো পাইনা স্নেহের পরশ?


পেটের ভেতর ক্ষুধার শেয়াল; কান্না মোছে চোখ
আমাদের কাঁধে পা রেখে আজ তোমরাই বড়লোক।


হয়তো বা আঁধারে থাকি, তবু সঙ্গী হয় কিছু জোনাক  
একদিন সে কোকিল হবেই- যাকে তুমি ভাবছ কাক।  



$আঁখিপট পত্রিকা।