কিছু কান্নার কোনো শব্দ থাকে না
ঝরে যায় নীরবে একাকী,
কিছু যন্ত্রণার কোনো সঙ্গী থাকে না
বয়ে চলে নীরবে একাকী।


কিছু অপেক্ষার কোনো আক্ষেপ থাকে না
চেয়ে থাকে অপলকে একাকী,
কিছু উপেক্ষার কোনো প্রতিবাদ থাকে না
সয়ে যাওয়া মুখ বুজে একাকী।


কিছু জীবনের কোনো অভিনবত্ব থাকে না
শুধুই টিকে থাকার লড়াই একাকী,  
কিছু মনের কোনো মলিনতা থাকে না
তবু ঘটে অপমানে মৃত্যু একাকী।


              ****


✍️২৮.১২.২০১৩