রাজনীতির ধনুক থেকে ছোঁড়া ধর্ম-বিদ্বেষের  
শত শত তীরে এফোঁড় ওফোঁড়
তোমার শান্ত বুক ।  


স্বৈরতান্ত্রিক ষাঁড়ের গুঁতোয় গাছের শুকনো  
ডালপালার মত মড়মড় করে ভেঙে যাওয়া
তোমার সুস্থ পাঁজর ।


লোলুপতার আগ্নেয়গিরি থেকে ঠিকরে আসা
হিংসার জ্বলন্ত পাথরে পুড়ে ঝলসে
যাওয়া সোনালি চোখ ।


অনৈতিকতার ব্লেড-এ আঁকচিরা কেটে কেটে  
সাম্প্রদায়িকতার মানচিত্র খোদাই করে
দেওয়া মসৃণ  পিঠ ।

কিংবা অপসংস্কৃতির বেড়ি হাতে-পায়ে পরিয়ে
শাসানির সুচে সেলাই করে দেওয়া
আজ তোমার ঠোঁটের পাপড়ি।  


তুমি আর্তনাদ করতে পারছ না
তুমি নিশ্বাস নিতে পারছ না
তুমি কাঁদতে পারছ না  
ভেতর আবদ্ধ যন্ত্রণা গুলো ফুটছে
তেলের মত টগবগ ।


অথচ তোমাকে এগিয়ে যেতে হবে !
এগিয়ে যেতে হবে আরও আরও সামনে...
পৌঁছাতে হবে শান্তির কোন এক ঝর্ণা-তলায় ।


শুধু জেনো, প্রতিবাদী মানুষ গুলো ঠিকই প্রতিরোধ
গড়ে তুলবে তোমার জন্য - হে 'একুশ শতক ।'