রোদ শুষে নেয় জলের ফোঁটা
আর জলপট্টি শুষে নেয় সব তাপ
তুমি সুস্থ হয়ে উঠলেই
সবার মুখে ফুটবে হাসির গোলাপ ।


আকাশটা ওই সুনীল হলে
পাখি মেলে উড়ার নতুন ডানা  
তুমি মনের ক্লান্তি মুছলেই
চিঠি পাবে চিলেকোঠার ঠিকানা।  


রাতের বুকে চাঁদের রেণু  
জোনাক পিঠে স্বপ্নপ্রদীপ জ্বলে ,
তুমি দু'চোখ মেলে দেখলেই
তারাগুলো হবে ভীষণ ঝলমলে।


শিশির জানে ভোরের কথা  
পাতায় জমে কতো সুখের গল্প ,  
তুমি একটু মিষ্টি হাসলেই
কেউ প্রাণ খুঁজে পাবে অল্প অল্প ।