আর কতকাল বঞ্চনার হুকে
ঝুলতে থাকবে এ  মন ?  
আর কতকাল যন্ত্রণার পেরেকে  
গাঁথা হয়ে অভাবের দেওয়ালে
পোঁতা থাকবে জীবন  ?  
আর কত চোখের জল ব্যর্থ হবে
বুকে নিরাশার দাবানলটাকে নেভাতে ?


আজ ইতি চাই
সমাপ্তি চাই ।  
ওদের সামনে তাই
নিজেই নিজের গায়ে
পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলাম।


তোমরা কেউ ছেঁড়া চট দিয়ে;  
জল দিয়ে - নেভাতে এসো না
এ দেহের আগুন।  
জ্বলতে দাও ! পুড়তে দাও !
খাক হতে দাও ।


শুধু যদি পারো
এ দেহ থেকে তোমরা নিয়ে যাও
টুকরো টুকরো আগুন পিণ্ড ......  


আর পুড়িয়ে দাও পুঁজিবাদের ঘাঁটি ।


     *****



প্রকাশিত-
ইচ্ছেকথা বইমেলা সংখ্যা ২০১৮