ফুল


প্রকৃতির পাঠশালায় ছড়িয়ে থাকে জ্ঞান
শুধু গ্রহনেই আমাদের সময় অল্প।
ভালো করে দেখো, প্রতিটি ফুলের কাছে
ঠিকই পাবে একটা প্রজাপতির গল্প ।
#


নদী


নদী আসলে একটা পিয়ানো
ঢেউয়ের কীবোর্ডে আঙুল রাখে রোদ ।
গাছেরা আজও শ্রোতা হয়
মেঘেরা করে একটু আমোদ-প্রমোদ ।
#


রাজবাড়ি


ভেতরে রাজা নেই রাণীও নেই
শুধু আমরাই ক'জন ভ্রমনকারী ।
অতীত আসলে সময়ের খোলস
রাজবাড়ি তারই সাক্ষ্য বহনকারী ।