গাড়ির চাকায় পা থেঁতলে থেঁতো আদার মতন
পড়ে আছে লোকটি।
ফুটন্ত তেলে জলের মতো তীব্র আর্তনাদ !
চোখে কুচানো পেঁয়াজের মতো কান্না;
হেল্প মি
হেল্প মি
প্লীজ হেল্প মি !!


অথচ আমরা মুগ ডালে গোটা লঙ্কার মতো
ভেসে যাচ্ছি একা একা যে যার গন্তব্যে ।
ফিরে তাকাই নি মৌরী ফুলের সহানুভূতি নিয়ে।
ভুলে গেছি আজ- রসুনের কোয়ার মতো সমন্বয়,
ভুলে গেছি  আজ - পাঁচফোড়ণ-এর মতো
একসাথে বাঁচার ভালোবাসা।


বাদামের খোসার মতো উড়ে গেছে
আমাদের মানবিকতা মূল্যবোধ ।


    
      *****


(দিগন্ত রেখা পত্রিকা )