এখন আর
মোটা লেন্সের চশমার ভেতর দিয়ে
দাদুর মাছধরা জাল বুনবার ব্যস্ত সকাল নেই ।
সদ্য ধানগাছে ওষুধ দিয়ে আসা
বাবার বুক ভর্তি আশা জড়ানো দুপুর নেই ।
তাল গাছের গা থেকে মায়ের ঘুঁটে ছাড়ানো
শান্ত বিকেলও নেই । নেই ঠাম্মার বঁটিতে
পাকা তেঁতুল কাটাতে কাটতে
গোধূলি নামার গল্পও !


এখন আমরা বন্দি হয়ে আছি সীমাহীন
রাত্রি নিয়ে একটা ক্ষুধার্ত সিংহের খাঁচায় ।


তবে কেউ কেউ এই ক্ষুধার্ত সিংহকে
দরিদ্রতা বলে ডাকে ।


✍️২৩.০৪.২০২০