ধরাযাক, একটা উনুন জ্বলছে !
     যার নাম দিলাম -একবিংশ শতক।  
  
ধরাযাক, তার উপর একটা হাঁড়ি বসানো!  
        যার নাম দিলাম - সমাজ ব্যবস্থা ।

কিন্তু তুমি দেখলে সে হাঁড়িতে
  আজও শুধুই প্রতিশ্রুতির জল ফোটে।  
     দু-একটা খুদ ছাড়া -
উন্নয়নের চাল ফোটেনি কোনদিনও ।  


অথচ;
সেই হাঁড়ির ভাত খাবার অপেক্ষায়
হাঁ করে তাকিয়ে আছে কত জীবন ।
অভাবের থালা হাতে নিয়ে
ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে
দিনের পর দিন জীবনের উঠনে।
এখনো জুটলো না পর্যাপ্ত ভাত ।    


তুমি রেগে-টেগে দোষ দেবে কাকে?    
রাঁধুনিকে ?
হাঁড়ি মালিককে ?
নাকি উনুনকে ?  


যুক্তি-তর্ক চলতেই থাকবে ।

তবে এখন অন্তত
সচেতন ভাবে ভাববার সময় এসেছে -
চাল চুরি করা ইঁদুরদের ধরার জন্য
     একটা 'ইঁদুর কল' চাই ।  


যার লোহার তার গুলো হবে খুব মজবুত ।