স্বাধীনতা মানে রক্ত দিয়ে কেনা মাটি
লক্ষ লক্ষ ভারতবাসীর আত্মবলিদান,
স্বাধীনতা মানে অত্যাচারের চাবুক ছিনিয়ে
আঁধার সরিয়ে গাওয়া আলোর জয়গান।


স্বাধীনতা মানে একটা মুক্ত সুনীল আকাশ
শান্তির সাদা পায়রা মেলে সম্প্রীতির ডানা,
সব বিভেদ ঘুঁচিয়ে সব ধর্মান্ধতা সরিয়ে
ন্যায়ের পথে সত্যকে সঠিক ভাবে জানা ।


স্বাধীনতা মানে একটা অশ্রু সাগর পেরিয়ে
স্বস্তির বন্দরে ফেলা জীবন তরীর নোঙর,
স্বাধীনতা মানে বুলেট বুকে আগলে রাখা
আমাদের এই ভারতমাতার ঘর ।


স্বাধীনতা মানে রাত পেরিয়ে নতুন সকাল
সন্তানহারা মায়ের মুখে একটুখানি হাসি,
স্বাধীনতা মানে ওড়ে বিজয়ের পতাকা
আমরা সবাই যেন দেশকে ভালোবাসি।