রাত অনেকটা প্রাচীন হলে ;
চোখেরই ডালে নামে কান্না ঝুরি।
যে ঝুরিতে দোল খায় অপেক্ষারা;
সঙ্গে স্মৃতিরাও খেলে লুকোচুরি ।



খুশির তরী গুলো তীরে ভিড়ে না!
শূন্য পড়ে থাকে সম্পর্কের বন্দর।
কিছু প্রশ্ন'রা আজও একাই হাঁটে
শুধু আসেনা তার যথাযথ উত্তর ।।



তোমার বুকে নিশ্চিন্ততা!
তোমার চোখে তাই জমাট বেঁধেছে ঘুম।
আমার বুকে নিঃসঙ্গতা!
আমার চোখে তাই ফুটছে স্মৃতির কুসুম।



আজও তোমার স্মৃতিরাই,
আমার ঘুমকে করে ছিনতাই ।