ফুলটা এখন ঝামলে গেছে চড়া রোদে।
বর্ণহীন-গন্ধহীন। খুলে খুলে পড়ছে তার পাপড়ি।
ফুলটার নাম ভালবাসা।


নদীটা এখন শুকাতে শুকাতে এক হাঁটু জল।
তরী নেই। ভাসে মড়ার কাঠ আর বাসি ফুল ।
নদীটার নাম সম্পর্ক।


চাঁদটা এখন ভেঙে চূড়ে আধ-খানা ।
জ্যোতিহীন-জোছনাহীন। বন্দী মেঘের কারাগারে।
চাঁদটার নাম বিশ্বাস।


পাখিটা এখন মৃতপ্রায়, ডানার চারিপাশে ক্ষত ।
সুরহীন-গানহীন । বেরিয়ে গেছে পালকহীন শরীর।
পাখিটার নাম সুখ ।


তবু এই ফুল নদী চাঁদ পাখিদের সাথেই
বেশ চলছে যাপিত জীবন ।


     ********************