যতো বার কাছে গিয়েছি দগ্ধ হয়েছি
                    যন্ত্রণার আগুনে
এ হৃদয় পোড়া আশার ছাই স্তূপে পূর্ণ,
                 তবুও
চোখের পাতায় পূর্ণিমা চাঁদ হাসে
জীবন জুড়ে ফুলে ওঠে কামনার জোয়ার,
মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতন
মনের কাণ্ডে আবার ফুটে স্বপ্নের কিশলয়।  


জানি আবারও দগ্ধ হবো
আবারও জীবন পিষ্ট হবে বঞ্চনার তপ্ত
কঠিন পায়ে;
তবু থামবে না চেষ্টার স্রোত মন সায়রে
জানি চেষ্টা পৌঁছে দেয় লক্ষ্যে।


                              ****